
তুষার দেবনাথ রাজনগর প্রতিনিধিঃ সাব্রুম পিএম শ্রী বালিকা বিদ্যালয়ের ডিএনএ ক্লাবের ছাত্রীদের এক মানবিক উদ্যোগ সকলের হৃদয় ছুঁয়ে গেছে। অসুস্থ লিমার চিকিৎসার জন্য বিদ্যালয়ের ডিএনএ ক্লাবের পক্ষ থেকে ২০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে ডিএনএ ক্লাবের সদস্যরা আন্তরিকতার সঙ্গে অর্থ তুলে দেন বিদ্যালয়ের এক শিক্ষক মহাশয়ের হাতে। পরবর্তীতে তিনি দায়িত্ব সহকারে সেই অর্থ লিমার পরিবারের কাছে পৌঁছে দেন।বিদ্যালয়ের ছাত্রীরা যে আন্তরিকতা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের পরিচয় দিয়েছে, তা আজকের সমাজে এক বিরল দৃষ্টান্ত। শুধু সহায়তাই নয়, তাদের এই উদ্যোগ প্রমাণ করেছে — মানবতা এখনও বেঁচে আছে।এমন মহৎ কাজে অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবক মহল। সকলের আশা, আগামী দিনে এই ছাত্রীরা শুধু শিক্ষায় নয়, সমাজসেবাতেও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।মানবতা বেঁচে থাকুক, ওদের হৃদয়ে চিরকাল।