
তুষার দেবনাথ রাজনগর প্রতিনিধিঃ বিলোনিয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে শনিবার বিকেলে শহর ও শহরতলী জুড়ে এক বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে বিভিন্ন দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্যসামগ্রী উদ্ধার করে নষ্ট করা হয়। পাশাপাশি প্রায় ৬০ কেজি নিষিদ্ধ প্লাস্টিক কেরি ব্যাগ বাজেয়াপ্ত করা হয়। অভিযানের ফলশ্রুতিতে দোকানদারদের কাছ থেকে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে দোকান মালিকদের হাতে বিনামূল্যে পরিবেশবান্ধব পচনশীল কেরি ব্যাগ তুলে দেওয়া হয়। তবে এখানেই থেমে থাকেনি প্রশাসন—প্রায় ২১ জন দোকান মালিককে শোকজ নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন মহকুমা শাসক (ডিসিএম) সঞ্জয় শীল। বিলোনিয়া থানার পুলিশের সক্রিয় সহযোগিতায় এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়। শহরের আর্যকলোনী, গার্লস স্কুল সংলগ্ন দোকান, পাশাপাশি ভাতখলা, অভয়াগঞ্জ বাজার, সিদ্দিনগর ও একিনপুর এলাকার দোকানগুলিতেও অভিযান চালানো হয়। অভিযান শেষে ডিসিএম সঞ্জয় শীল জানান, “প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি চলবে। জনগণের স্বাস্থ্যের সুরক্ষা ও পরিবেশ রক্ষার স্বার্থে এ ধরনের অভিযানে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নেবে।” অভিযান ঘিরে ব্যবসায়ী মহলে কিছুটা অস্বস্তি দেখা দিলেও সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনেকের মতে, এমন পদক্ষেপ শুধু স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতাই নয়, সুশৃঙ্খল বাজার গড়ে তোলার ক্ষেত্রেও সহায়ক হবে