তুষার দেবনাথ রাজনগর প্রতিনিধিঃ দক্ষিণ ত্রিপুরার পি এম শ্রী জোলাইবাড়ী এম এম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় মহাকাশ দিবস পালিত হয় ২৩শে অগাস্ট। এই দিনকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে মহাকাশ গবেষণায় ভারতের সাফল্য, বিশেষত চন্দ্রযান-৩ এর অবতরণের ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করা হয়। অনুষ্ঠানটি শুরু হয় বিদ্যালয়ের হলঘরে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অর্ধেন্দু ভৌমিক ভারতের মহাকাশ গবেষণার অগ্রযাত্রা ও চন্দ্রযান-৩ এর সাফল্য নিয়ে বিশদ আলোচনা করেন। তাঁর বক্তব্যে মহাকাশ বিজ্ঞানের সম্ভাবনা এবং ভবিষ্যৎ ভারতের স্বপ্নের চিত্র উঠে আসে। অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক সুকুমার কর ও স্বপন কুমার বৈদ্য তাঁদের বক্তব্যে ভারতের মহাকাশ যাত্রার ইতিহাস ও আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অগ্রগতি তুলে ধরেন। ছাত্রীদের আরও উৎসাহিত করার জন্য স্মার্ট টিভির মাধ্যমে চন্দ্রযান-২ এর ব্যর্থতা এবং চন্দ্রযান-৩ এর চাঁদে সফল অবতরণের ভিডিও প্রদর্শিত হয়। এই দৃশ্য ছাত্রীরা আগ্রহভরে উপভোগ করে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা, যা পরিচালনা করেন বিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক সুদীপ মজুমদার। মহাকাশ বিজ্ঞানকে কেন্দ্র করে সাজানো এই কুইজে ছাত্রীদের উচ্ছ্বাস ও কৌতূহল ছিল চোখে পড়ার মতো। বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে খাতা-কলম তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অর্ধেন্দু ভৌমিক বলেন, “ছাত্রীদের মধ্যে মহাকাশ গবেষণার প্রতি আগ্রহ তৈরি করা এবং ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আজকের মতো অনুষ্ঠানের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়।” এই অনুষ্ঠানে ছাত্রীরা ভীষণ আপ্লুত হয়ে জানায়, এমন উদ্যোগ তাদের কেবল বিজ্ঞানচর্চার প্রতি নয়, বরং স্বপ্ন দেখার ক্ষেত্রেও অনুপ্রাণিত করেছে। বিদ্যালয়ের পরিবেশে এই দিনটি পরিণত হয় এক শিক্ষণীয় ও আনন্দঘন স্মৃতিতে।