
তুষার দেবনাথ রাজনগর প্রতিনিধিঃ দক্ষিণ ত্রিপুরার পিএম শ্রী সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ২৩ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হয় জাতীয় মহাকাশ দিবস। বিদ্যালয়ের হলঘরে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ভারতের মহাকাশ গবেষণার অগ্রগতি, বিশেষত চন্দ্রযান–৩ মিশনের সাফল্য নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ ভারতের মহাকাশযাত্রার ইতিহাসের ওপর আলোকপাত করেন। তিনি চন্দ্রযান–২ এর অসফলতা এবং চন্দ্রযান–৩ এর ঐতিহাসিক সাফল্যের ভিডিও প্রদর্শনের মাধ্যমে ছাত্রছাত্রীদের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন— “ভারতের মহাকাশ গবেষণা আজ বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। চন্দ্রযান–৩ এর মাধ্যমে চাঁদের অজানা অধ্যায় উন্মোচন সম্ভব হয়েছে। আগামী দিনে ২০৪৭ সালের মধ্যে একটি বিকশিত ভারত গড়তে হলে আজকের ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও গবেষণার প্রতি আগ্রহী হতে হবে। তাই জাতীয় মহাকাশ দিবসের মতো অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।” অনুষ্ঠানের শেষে অনুষ্ঠিত হয় এক উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা, যেখানে মহাকাশ বিজ্ঞান ও চন্দ্রযান সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন রাখা হয়। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ কুইজ পরিচালনা করেন সঞ্জয় দেবনাথ সুদীপ্ততা দেবনাথ এবং এতে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কৌতূহল লক্ষ্য করা যায়। বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে খাতা ও কলম তুলে দেওয়া হয়।ছাত্রীদের বক্তব্যে উঠে আসে যে, এ ধরনের অনুষ্ঠান তাদের নতুন কিছু জানার আগ্রহ জাগিয়ে তোলে এবং ভবিষ্যতে গবেষণার প্রতি অনুপ্রেরণা জোগায়। অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ে এক বৈজ্ঞানিক পরিবেশ তৈরি হয় এবং শিক্ষার্থীরা মহাকাশ গবেষণার গুরুত্ব অনুধাবন করতে সক্ষম হয়।